শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের এক কলেজ ছাত্রীর পাঁচটি দাত ভেঙে দিয়েছে এক বখাটে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইটের আঘাতে খাদিজা আক্তার নামের কলেজছাত্রীর পাঁচটি দাঁত ভেঙে দেয় আজমির উল্লাহ অমিড নামে ওই বখাটে।
বুধবার বিকালে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও সদরের পালং মডেল থানা সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে খাদিজা আক্তার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র আজমির উল্লাহ অমিড পৌরসভার তুলাসার এলাকার শাহ আলম খানের ছেলে।
গত কয়েক মাস ধরে অমিড খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। দিন দিন অমিডের বখাটেপণা বাড়তে থাকে। সহপাঠিদের বিষয়টি জানায় এবং তাদের মাধ্যমে অমিডকে সতর্ক করে। বুধবার ক্লাশ শেষে কলেজ থেকে বের হওয়ার সময় খাদিজার পথরোধ করে অমিড। তখন তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। অমিড মেয়েটির ওপর চড়াও হয় এক পর্যায়ে ইট দিয়ে ওই ছাত্রীর মুখে সজোড়ে আঘাত করে। এতে ওই ছাত্রীর নীচের পাটির দুটি ও উপরের পাটির তিনটি দাঁত ভেঙে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
শরীয়তপুর সদর হাসপাতালে দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজাকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন কুমার পোদ্দার বলেন, দাঁত ভাঙা নিয়ে খাদিজা নামের এক কলেজ ছাত্রীর ভর্তি হয়। তার ওপরের ও নিচের পাটির পাঁচটি দাঁত ভেঙে গেছে। এছাড়া চোয়ালে সে বেশ আঘাত পেয়েছে। তার মুখে অস্ত্রপচার প্রয়োজন।কিন্তু সদর হাসপাতালের দন্ত বিভাগে এ ধরনের সুবিধা নেই। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মেয়েটির বাবা আবুল কালাম ঢালী বলেন, আমি ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ঘটনাটি জেনে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করেছি। শনিবার বিষয়টি নিয়ে শিক্ষক পরিষদের সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত নিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার পর থেকেই অমিড পালাতক। তাদের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
পালং মডেল থানার পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম বলেন, বখাটের আঘাতে কলেজ ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।
Leave a reply