গলাচিপায় ৪০ মণ জাটকা জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীর গলাচিপায় ৪০ মণ জাটকাসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে (৩৮) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। প‌রে আটককৃত সা‌য়েম হাওলাদার‌কে ভ্রাম্যমাণ আদালত ১ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, দীর্ঘ‌দিন ধ‌রে এক‌টি চক্র উলা‌নিয়া বাজা‌রে জাটকা মাছ মজুদ ক‌রে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বি‌ক্রি ক‌রে আস‌ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন মাছ ব্যবসায়ীকে বাংলাদেশের দণ্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকরা জাটকাগুলো স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply