পেঁয়াজ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

|

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সকালে রাজধানীর মিরপুরের ৬ নাম্বারের কাঁচা বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

ক্রেতারা অভিযোগ করেন, সরকারি অবহেলা এবং ব্যবসায়ীদের কারসাজির কারণেই পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া।

এদিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সারাদেশ অভিযান চালানো হচ্ছে । বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে বিক্রেতাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply