Site icon Jamuna Television

‘যুবলীগের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর মন ভেঙে গেছে’

যুবলীগের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ।

তিনি বলেন, আগামী কাউন্সিলে যোগ্য নেতৃত্বের মাধ্যমে যুবলীগের হারানোর গৌরব ফিরিয়ে আনতে হবে।

৭ম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে শৃঙ্খলা উপ কমিটির সভায় ওই মন্তব্য করেন তিনি।

রাজধানীর গুলিস্তানে এক হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তারা যুবলীগে আত্মশুদ্ধির আহবান জানান।

প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিকসহ আরো অনেকে।

Exit mobile version