Site icon Jamuna Television

তীব্র ও সহিংস হয়ে উঠেছে হংকংয়ের বিক্ষোভ

আরও তীব্র ও সহিংস হয়ে উঠেছে হংকংয়ের বিক্ষোভ। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ যায় এক বৃদ্ধের।

আজ সকাল থেকেই হাইওয়ে সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বাধ্য করে স্কুল-কলেজ বন্ধ রাখতে।

বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দখলও নেয় তারা। বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে গেলে শুরু হয় সংঘাত। চলে গভীর রাত পর্যন্ত।

এসময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। জবাবে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এখনও উত্তপ্ত চীনা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির পরিস্থিতি।

Exit mobile version