Site icon Jamuna Television

নরসিংদীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

নরসিংদীর শিবপুরে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, রাজ্জাক হত্যা-ডাকাতিসহ ১৬টি মামলার আসামি।

রাতে উপজেলার তেলিয়া শশ্মানঘাট এলাকার একটি কলা বাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় ডাকাত সর্দার রাজ্জাককে। তার দেয়া তথ্যে দলের অন্য ডাকাতদের ধরতে ঘটনাস্থলে অভিযানে গেলে রাজ্জাককে ছিনিয়ে নিতে গুলি ছোঁড়ে দলের অন্য সদস্যরা। এসময় গুলিবিদ্ধ হয় রাজ্জাক। তারপর নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Exit mobile version