ইডেনে দিবারাত্রির টেস্ট, আকাশ থেকে বল দেবে সেনা সদস্যরা

|

কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করতে দুই দলের অধিনায়কদের হাতে গোলাপি বল তুলে দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপাররা।

ভারতের প্রথম দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে এমনটাই পরিকল্পনা করেছে সিএবি।
মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে ইডেনে নেমে এসে ভারত ও বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন সেনাসদস্যরা।

সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘প্যারাট্রুপাররা দু’টি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। এব্যাপারে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানান, বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে আর শুক্রবারই তিনটি গোলাপি বল এসে পৌঁছায় ইডেনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply