রোহিঙ্গা গণহত্যার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

|

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত- ICC’র তদন্ত প্রত্যাখ্যান করলো মিয়ানমার। শুক্রবার এ বিষয়ক বিবৃতি দেন সরকারের মুখপাত্র জাও তে।

গণমাধ্যমকে স্মরণ করিয়ে দেন, আন্তর্জাতিক গণহত্যা বিরোধী চুক্তিতে সই করেছে মিয়ানমারও। সেই বিধিমালা অনুসারেই, সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়ণ হলে, সংশ্লিষ্টদের বিচার করা হবে।

নেইপিদোর অভিযোগ, আইসিসির বিচার কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনে হচ্ছে না। তাতে, মিয়ানমারকে কোনঠাসা করার প্রবণতা রয়েছে। গেলো বৃহস্পতিবার, রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় তদন্তের নির্দেশ দেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি। রাখাইনে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, মিয়ানমারের বিরুদ্ধে দ্রুতই শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply