ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার কারণে দেশের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলতে পারে না সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এসোসিয়েশান অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব আয়োজিত “ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়” শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, বর্তমান সরকার যতদিন থাকবে ততদিন দেশের স্বার্থ ক্ষুন্ন হবে। দেশের স্বার্থ রক্ষায় আপোষ করেনি বলে খালেদা জিয়াকে কারাগারে রাখা রয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান বিএনপি’র মহাসচিব।
Leave a reply