চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ ৫ জন আটক

|

চট্টগ্রামে কোতোয়ালী থানাধীন রানীর দিঘী এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে একটি ভবনের ৩য় তলা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জাম, ১১০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

তারা মূলত মাদক ব্যবসায়ী হলেও এর আড়ালে অস্ত্র মেরামত, তৈরি ও সরবরাহ করে আসছে বলে দাবী করেছে পুলিশ। আসামীদের প্রচলিত আইনে মামলা দায়েরসহ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply