ফরিদপুরের সদরপুরে আট বছরের এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৎ মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ।
সকালে সদরপুর উপজেলার রমজান মোল্যার ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম মো. তানিম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গেল মঙ্গলবার তানিমকে শরবতের সাথে বিষ খাওয়ানো হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় ঢাকার শিশু হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেল নেয়ার পথে মৃত্যু হয় তানিমের।
এ ঘটনায় মামলা করেছে শিশুটির বাবা।
Leave a reply