অবশেষে আদালতের হস্তক্ষেপে, শর্তারোপ ছাড়াই দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশের ফেরার জন্য সময় পাবেন সর্বোচ্চ চার সপ্তাহ।
বহির্গমন নিয়ন্ত্রণ তালিকা থেকে তার নাম প্রত্যাহারে, শনিবার ইসলামাবাদকে নির্দেশ দেন লাহোরের উচ্চ আদালত। এজন্য আদালতের নির্দেশে নওয়াজকে নির্দিষ্ট সময়ে দেশে ফেরানোর দায় বর্তাবে ভাই শাহবাজ শরিফের ওপর।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ৬৯ বছর বয়সী নওয়াজ, অসুস্থতার কারণে গেলো মাসে জামিন পান। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা তার। কিন্তু দেশে ফেরার নিশ্চয়তা হিসেবে তাকে ৭শ’ কোটি রুপির বন্ড জমা দেয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান সরকার।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, লন্ডনে প্রাথমিক চিকিৎসা নেবেন নওয়াজ; তারপর পরবর্তী চিকিৎসা হবে যুক্তরাষ্ট্রে।
Leave a reply