প্রায় পনের মিনিট লিফটে আটকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ দলীয় নেতারা। সোমবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া একটার পৌঁছান বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তাঁর সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল সহ বিএনপির ১৫-২০ জন নেতা-কর্মী ছিলেন।
প্রথমে হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি থাকা তিনজনকে দেখে হাসপাতালের ৫ম তলার অর্থোপেডিক ওয়ার্ডে যান আমীর খসরু। সেখান থেকে ৩ নম্বর লিফটে চেপে নিচে নামতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। নিচতলার কাছাকাছি এসে বিকট শব্দে লিফট আটকে যায়। খবর পেয়ে নিচে অপেক্ষমাণ আমীর খসরুর একান্ত সচিব মো. সেলিমসহ কর্মীরা মিলে লিফটের দরজা টেনে তাদের বাইরে নিয়ে আসেন। সব মিলিয়ে প্রায় পনের মিনিট লিফটে আটকে থাকেন আমীর খসরুসহ বিএনপি নেতা-কর্মীরা।
লিফট অপারেটরের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে পাথরঘাটায় হতাহতের ঘটনার ধামাচাপা না দিয়ে চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্টু তদন্ত চায় বিএনপি এমন মন্তব্য করেছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Leave a reply