খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর শনিবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সভা ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
রিজভী বলেন, সরকার খালেদা জিয়াকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এসময় প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার কিছু হলে এর খেসারত সরকারকেই দিতে হবে।
Leave a reply