লিবিয়ার ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছে। সোমবারের এ হামলার অন্তত ৩৫ জন আহত হয়। নিহত বাংলাদেশির নাম মো. বাবুল। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা।
যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী।
তিনি জানান, আহতদের মধ্যে ১৫ জন বাংলাদেশি রয়েছেন। ত্রিপোলির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। আহতদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিহত বিদেশি পাঁচ শ্রমিকের মধ্যে একজন বাংলাদেশি। বাকি সবাই সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক।
দেশটিতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’ প্রায়শই বেসামরিক এলাকায় হামলা চালায়।
Leave a reply