Site icon Jamuna Television

রাউজানে গোপন অস্ত্রের কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের পূর্ব রাউজান ঘোড়া সামছুর টিলা এলাকায় গোপন অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রাউজান থানার অফিসার্স ইনচার্জ কেপায়েত উল্লাহ আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি শর্টগান ১০টি, গ্যাস গান সদৃশ অস্ত্র ১টি, ৬টি দেশিয় তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশিয় তৈরি একনলা বন্দুকের তিনটি অংশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

Exit mobile version