রংপুর সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা। রাতে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি এই নির্বাচনে টেস্ট কেস হিসেবে অংশ নিয়েছিল, কিন্তু এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমার ক্ষেত্রে ভোটের যে সংখ্যা দেখানো হয়েছে এটা সাজানো নাটক, ইলেকশান ইঞ্জিনিয়ারিং করে এটা করা হয়েছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এবং আরেকবার প্রমাণ হয়ে গেলো এই সরকারের আমলে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না, হতে পারেনা।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply