টাঙ্গাইল প্রতিনিধিঃ
আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের নেয়া ১৪৪ ধারা চলছে টাঙ্গাইল পৌর এলাকায়। ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এ ধারা। আজ থেকে আগামী তিনদিন এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্লাহ।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে। শহরের অধিকাংশ প্রবেশ দ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের সম্ভাবনা আছে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আমরা জনগণের জান মাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসিয়েছি।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করলে এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।
Leave a reply