Site icon Jamuna Television

সাপ দিয়ে দড়ি লাফ খেলছে শিশুরা, ভিডিও ভাইরাল

শৈশবে দড়ির লাফ খেলেনি এমন মানুষ পাওয়া বিরল। গ্রামের পথেঘাটে এখনও হাঁটলে কিশোর-কিশোরীদের দড়ি হাতে লাফাতে দেখা যায়।

আর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দড়ির লাফ তো অপরিহার্য অংশ। কিন্তু তাই সাপের লাফ! চিন্তা করাও অসম্ভব।

কিন্তু সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে শিশুরা দড়ির বদলে সাপ ব্যবহার করেছে।

মস্ত এক সাপ দুটি শিশু ধরে রেখেছে, আরেকটি শিশু সেটির ওপর দিয়ে লাফাচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো খবরই বটে।

তবে স্বস্তির কথা হলো- সাপটি জীবিত নেই। ভিডিওটি দেখে সত্যিই চমকে উঠতে হয়।

শিশুদের এই খেলার ভিডিও ধারণ করেন এক নারী। পরে সেটি সামাজিকমাধ্যমে আপলোড করেন।

খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের দৌরাত্ম্য খুব বেশি।

ঘরে ঘরে সাপের দেখা মেলে। এতে সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন।

এ ছাড়া দেশটিতে বিষাক্ত সাপের সংখ্যা একেবারে কম নেই। এ পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি। ২৭ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে আপলোড করে ক্রাফু টেলিভিশন।

Exit mobile version