Site icon Jamuna Television

সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেয়া হবে: তথ্যমন্ত্রী

আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে টেলিভিশন দিবসের সেমিনারে তিনি এমনটি জানান।

মন্ত্রী বলেন, টেলিভিশনকে দর্শকপ্রিয় করতে টেলিভিশন কন্টেন্ট গবেষণা প্রয়োজন। এ জন্য টেলিভিশনগুলোকে কন্টেন্ট নিয়ে গবেষণা আহ্বান জানান তথ্যমন্ত্রী।

এছাড়া টেলিভিশনকে কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হিসেব ব্যবহার না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Exit mobile version