Site icon Jamuna Television

মেগা প্রকল্পের আড়ালে চলা দুর্নীতির সাথে এমপি, মন্ত্রীরা জড়িত: গয়েশ্বর

সরকারের মেগা প্রকল্পের আড়ালে চলা দুর্নীতির সাথে এমপি, মন্ত্রী’সহ সংশ্লিষ্ট সবাই জড়িত। এমন দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার প্রতিনিয়ত বৈদেশিক ঋণের বোঝা জনগণের ওপর চাপাচ্ছে। দেশে গণতন্ত্র নেই বলেই প্রতিনিয়ত নানান সংকট দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান তিনি।

Exit mobile version