ভারতের সবেচেয়ে কনিষ্ঠ বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একুশ বছর বয়সী এক তরুণ।
দেশটির রাজস্থানের সবচেয়ে কম বয়সী বিচারক হয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন জয়পুরের মায়ানক প্রতাপ সিং।
ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, একজন ভালো বিচারক হওয়ার জন্য সততাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট।
বিচারক হওয়ার জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্নে তিনি বলেন, আমি একজন ভালো বিচারক হতে চাই। ২০১৮ সালের রাজস্থান জুডিশিয়ার সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হতে আমাকে দিনে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশুনা করতে হয়েছে।
নিজের ফলাফলে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, আমি একটি ভালো খবরের প্রত্যাশায় ছিলাম। একজন বিচারককে অবশ্যই সৎ হতে হবে। বাইরের প্রভাব কিংবা পেশিশক্তির কাছে নত হওয়া যাবে না।
রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি পাশ করেছেন মায়ানক প্রতাপ সিং। জয়পুরের মানসালোভারের বাসিন্দা তিনি।
বিচারক হিসেবে নিয়োগ পেতে নিজের প্রতিযোগিতাপূর্ণ প্রথম পরীক্ষায় টিকে গেলেন এই তরুণ।
এর আগে বিচারক পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম ২৩ বছর হতে হতো। কিন্তু চলতি বছরে সেই বয়স কমিয়ে ২১ করেছে রাজস্থান হাইকোর্ট।
Leave a reply