বাসায় ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার। রাত ১টা নাগাদ রাজধানীর বনশ্রীর বাসায় ফেরেন তিনি।
সকালে সাংবাদিকদের সিজার জানান, গতরাতে চোখ বেঁধে গাড়িতে করে এয়ারপোর্টে রেখে যায় অপহরকারীরা। বলেন, এতদিন একটি বদ্ধ ঘরে তাকে আটকে রাখা হয়েছিলো। খাবার হিসেবে দেয়া হতো হোটেলের ভাত। অপহরণকারীদের মধ্যে নানা সময় টাকা পয়সা নিয়ে কথা হয় বলে জানান সিজার। অপহরণের সময় কাছে থাকা ২৭ হাজার টাকা অরেখে দিয়েছে জানিয়ে সিজার বলেন, তাদের মূল উদ্দেশ্য কি ছিলো সেটা আমি বুঝতে পারছি না। শেষের দিকে সিজারকে মেরে ফেলা হবে কি না সেটা নিয়েও অপহরণকারীদের মধ্যে বাকবতিণ্ডা হয়। শিক্ষক-গবেষক মোবাশ্বার হাসান সিজার গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। সেদিন আগারগাঁওয়ে একটি সভায় যোগদান শেষে ভাড়ায় চালিত গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যেই বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন। এরপর থেকেই মুবাশ্বার হাসান সিজারের খোঁজ মিলছিলো না
৪৫ দিন নিখোঁজ থাকার পর বাসায় ফিরে যা বললেন মুবাশ্বার হাসান সিজারইউটিউবে দেখুন: goo.gl/FV2jMJ
Posted by Jamuna Television on Thursday, December 21, 2017
Leave a reply