দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই রং-বেরং এর ব্যানার-ফেস্টুনসহ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে আসছেন নেতাকর্মীরা। তারা বলছেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নেতৃত্বের ব্যাক্তিকে যুবলীগের নেতৃত্বে দেখতে চান। আশা, যোগ্য ব্যাক্তিকেই দায়িত্ব দেবেন শেখ হাসিনা। সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মী মিলিয়ে ৩০ হাজারের বেশি অতিথি উপস্থিত থাকবেন ধারণা করা হচ্ছে।
Leave a reply