Site icon Jamuna Television

বিদিশার বিরুদ্ধে থানায় জিডি ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের

এরশাদের বাসভবনে অবৈধভাবে প্রবেশের অভিযোগ তুলে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

ডায়রিতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার বাসভবন প্রেসিডেন্ট পার্ক যথারীতি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। ট্রাস্টের ওই বাসায় গত ১৪ নভেম্বর প্রয়াত এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে প্রবেশ করেন।

উক্ত জমিতে বিদিশা সিদ্দিকের প্রবেশ করার আইনগত কোনো অধিকার নেই বলেও উল্লেখ করা হয় জিডিতে।

এরিক এরশাদকে প্রভাবিত করে জিএম কাদেরকে নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রচার করার অভিযোগও তুলে ধরা হয়।

প্রেসিডেন্ট পার্কের ফ্লাটসহ প্রয়াত এরশাদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি এখন ট্রাষ্টের অধীনে। যা এরশাদপুত্র এরিকের ভরণ পোষণ ও জনকল্যাণে গঠিত হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়।

Exit mobile version