মিয়ানমারের সেনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

|

রাখাইন রাজ্যে জাতিগত নিধনে নেতৃত্বের অভিযোগে, মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সো’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার, মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, জেনারেল সো’র তত্ত্বাবধানেই রাখাইনে সেনা অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন বেসামরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকারের তোয়াক্কাই করেননি তিনি। অবশ্য নিষেধাজ্ঞা দেয়ার আগেই, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে তাকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। এর আগে, অজ্ঞাত কারণে তাকে সেনাবাহিনীর পদ থেকেও সরিয়ে দেয় মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply