স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী।
আজ সোমবার সকালে আর্মি মাল্টিপারপাস কম্পলেক্সে এ পদক তুলে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ।
সেনা প্রধান বলেন, দেশের জন্য কাজ করতে সেনাবাহিনী প্রস্তুত। যুগের সাথে তাল মিলিয়ে সেনবাহিনীকে আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান।
রোহিঙ্গা ইস্যুতে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। এসময় সেনাবাহিনীর সুনাম প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জেনারেল আজিজ আহমেদ।
Leave a reply