ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের হিরণ কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ভারতীয় যৌন ও অননুমোদিত নকল ট্যাবলেটসহ মো. আবুল হাসান (৩৬) নামের ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে র্যাব এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যবসায়ী ভারতীয় যৌন ও অননুমোদিত নকল ট্যাবলেটসহ নোয়াখালী যাওয়ার জন্য ফেনী দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের হিরণ কমিউনিটি সেন্টারের সামনে অপেক্ষা করছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১১টায় র্যাব ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মো. আবুল হাসান নামের এক জনকে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুর এলাকার মৃত আবদুর রবের ছেলে।
উদ্ধারকৃত ভারতীয় যৌন ও অননুমোদিত নকল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮ লাখ তিনশত বায়ান্ন টাকা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply