টাঙ্গাইলে হাসপাতালে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায়, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সকালে সদর হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে অসুস্থ মুক্তিযোদ্ধা শাজাহানকে দেখতে হাসপাতালে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় অভিযুক্ত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের পদত্যাগ দাবি করেন তিনি।
স্বজনরা জানান, গেল ১৭ নভেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা শাজাহান। রোগীর ফাইলে সনদ দেখে ক্ষুব্ধ হন ডা. শহীদুল্লাহ। পড়ে তিনি ওই সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন।
Leave a reply