চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির অভিযোগে সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী এবং কয়েকজন চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪-১৫ সালে তৎকালীন সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরী প্রায় ১৫ কোটি টাকায় ১২ ধরণের যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি টাকার দুর্নীতি করেন। ২ কোটি ৮০ লাখ টাকার একটি এমআরআই মেশিনের দাম দেখানো হয়েছিল ৯ কোটি ৯৫ লাখ টাকা। অপর যন্ত্রপাতির ক্রয়মূল্যেও দেখা গেছে বিস্তর ফারাক।
Leave a reply