অ্যান্টিবায়োটিক গুড়া করে কবিরাজি ওষুধ!

|

বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক গুড়া করে মলম তৈরি করতেন পিরোজপুরে এক ভূয়া কবিরাজ। তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় লিয়াকত মোল্লাকে। স্থানীয়ভাবে তিনি দারোগা লিয়াকত নামেও পরিচিত।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি করতেন লিয়াকত। বিভিন্ন এলোপ্যাথিক কোম্পানির অ্যান্টিবায়োটিক গুড়া করে নিজস্ব মলম বানিয়ে বিক্রি করতেন। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

অভিযানে ১ লাখ মলম তৈরির কৌটা, ২ ড্রাম ভেজাল মলম, ভেজাল দাঁতের মাজনসহ বিভিন্ন গাছের চামড়া জব্দ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply