Site icon Jamuna Television

টেস্ট রেঙ্কিংয়ে মুশফিক-লিটনের উন্নতি

টেস্ট রেঙ্কিংয়ে ব্যাটসম্যান তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম আর লিটন দাসের। এদিকে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন ভিরাট কোহলি। প্রথমবারের মত শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন স্বদেশী মায়াঙ্ক আগারওয়াল।

৪ ধাপ এগিয়ে ২৬ তম স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। আর ৮ ধাপ এগিয়ে ৭৮ তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে স্মিথের সাথে পয়েন্ট ব্যবধান তিনে কমিয়ে এনেছেন ভিরাট। স্বদেশী মায়াংক আগারওয়াল প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৫ রানের ইনিংস খেলে ৩৫ থেকে ১৪ তম স্থানে উঠে এসেছেন লাবুশানে। আর ২০৫ রানের ইনিংসে ক্যারিয়ার সেরা পয়েন্ট নিয়ে ১২তম স্থানেই আছেন ওয়াটর্লিং।

Exit mobile version