Site icon Jamuna Television

কুমিল্লায় অবৈধ দোকান উচ্ছেদ

কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় সড়ক দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত দুই বছরে সড়ক থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তা কর্ণপাত করেনি। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যত প্রভাবশালী হোক না কাউকে ছাড় দেয়া হবে না।

Exit mobile version