Site icon Jamuna Television

বিয়ের পরেও কারিনার দাপিয়ে বেড়ানো দেখে মুগ্ধ অক্ষয়

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ অক্ষয় কুমার। বলেছেন, কারিনার সঙ্গে কাজ করা মানে শুটিং ফ্লোরে পিকনিক করা। তিনি দক্ষ একজন অভিনেত্রী ও সব কাজে পারদর্শী। এছাড়া বিয়ের পরেও যেভাবে তিনি বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন, তাকে দেখে মুগ্ধ হই।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়-কারিনা অভিনীত ‘গুড নিউজ’র ট্রেলার। অয়াতরাজ, কমবখত ইসকের পর গুড নিউজে ফের কারিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অক্ষয় কুমার। গুড নিউজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কারিনাকে নিয়ে কথা বললেন অক্ষয়।

মা হওয়ার পরও স্ক্রিনে জাদু ছড়াচ্ছেন কারিনা এমনটা উল্লেখ করে অক্ষয় বলেন, তার হাজিরায় স্ক্রিন যেন উজ্জ্বল হয়ে ওঠে।

অক্ষয়ের সার্টিফিকেট, কারিনা বলিউডের এমন একজন অভিনেত্রী, যিনি স্ক্রিনে হাজির হলে যেন মোহময় পরিবেশ তৈরি হয় দর্শকদের চোখের সামনে। তাই কারিনা কাপুর খানের সঙ্গে কাজ করা এক অনন্য উদাহরণ।

Exit mobile version