Site icon Jamuna Television

গণতান্ত্রিক ব্যবস্থায় সমাবেশ করতে অনুমতি নয়, অবহিত করতে হয়: কাদের সিদ্দিকী

গণতান্ত্রিক ব্যবস্থায় সভা-সমাবেশ করতে সরকারের অনুমতি নিতে হয় না, অবহিত করতে হয়। টাঙ্গাইলে এমনটা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গণতন্ত্রে মানুষের কোন মূল্য নেই। মানুষ কি ভাবছে তা নিয়ে সরকার কিংবা বিরোধী দল কেউ পরোয়া করে না।

এসময়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায়, হতাশা প্রকাশ করেন কাদের সিদ্দিকী।

Exit mobile version