৭ আসামির মৃত্যুদণ্ডে এসি রবিউলের স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ

|

৭ আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় হলি আর্টিজান হামলায় নিহত এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে তিনি দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান।

বুধবার দুপুরে রায় ঘোষণার পর সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থলে তিনি তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় তিনি আরও বলেন, এসি রবিউল জঙ্গিবাদদমন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার মৃত্যুতে পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসলেও দেশের মানুষ যে শ্রদ্ধায় এখনও তাকে স্বরণ করছে তাতে তাদের পুরো পরিবার গর্বিত।

এসি রবিউলের রুহের মাগফিরাত কামনা করে এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে, এই রায়ে এসি রবিউলের মা’ও সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply