ডাকাতির আলামত বিক্রি করায় ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

|

মামলার আলামত বিক্রির অভিযোগে ঢাকার ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক একেএম ফজলুল হক ও এএসআই শামীম নামের ওই দুইজনকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্রা সাহা ওই দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওয়ালিপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক একেএম ফজলুল হক ও এএসআই শামীম একটি ডাকাতির মামলার তদন্তে নেমে আশুলিয়ার জিরানী থেকে ৩টি অটোভ্যান উদ্ধার করেন। পরে ওই ৩টি অটোভ্যান ডাকাতি মামলার আলামত হিসেবে দেখানো হলেও সম্প্রতি পরিদর্শক একেএম ফজলুল হক গোপনে ওই ৩টি অটোভ্যান বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন এএসআই শামীম। তবে পরিদর্শক ফজলুল হক উল্টো বিষয়টি অস্বীকার করলে গতকাল পরিদর্শক ফজলুল হক ও শামীমের মধ্যে কথাকাটি হয়। পরবর্তীতে মামলার আলামত বিক্রি অভিযোগসহ পুরো ঘটনাটি জেলা পুলিশ সুপারের নজরে আসলে তিনি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। একই সাথে তাদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply