মেয়াদ বাড়লো পাক সেনা প্রধানের

|

শর্তসাপেক্ষে ৬ মাস বাড়লো পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চাকরির মেয়াদ। বৃহস্পতিবার, এই সিদ্ধান্ত জানান দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এ সংক্ষিপ্ত আদেশ দেন।

তিনি বলেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ৬ মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। তবে, পার্লামেন্টে ওই সময়সীমার মধ্যে এ বিষয়ক আইন পাস করাতে হবে। অন্যথায় অবৈধ হিসেবে গণ্য হবে নিয়োগ। আগস্ট মাসে, সেনাপ্রধানের মেয়াদ আরও ৩ বছর বৃদ্ধির প্রস্তাব দেন প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান কাশ্মির সংকট এবং প্রতিবেশী ভারতের সাথে নিরাপত্তা ছিলো তার মূল মাথাব্যাথা। কিন্তু, সরকার ও আদালতের টানাপোড়েনে বেশ কয়েকবার স্থগিত হয় নিয়োগ বৃদ্ধির ইস্যুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply