আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

|

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের মধ্যে ‘বেতন গ্রেড’ বৈষম্য জটিলতা নিরসনের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা।

সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ব্যানারে সকাল নয়টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠনের  শিক্ষকরা। সমাবেশে স্লোগান স্লোগানে বেতন বৈষম্য দূর করার আহবান জানান। বলেন, বেতন কাঠামোতে প্রধান শিক্ষকের পরের ধাপেই উন্নীত করতে হবে সহকারী শিক্ষকদের।

সাম্প্রতিক বেতন কাঠামোতে তিন ধাপ পরে রাখার সমালোচনা করেন শিক্ষকরা।দীর্ঘ সময় নিয়েও ফলপ্রসু কোনো আলোচনা না হওয়ায় অনশন কর্মসূচি চালিয়ে যাবার কথাও জানান বক্তারা।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply