মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভালো মানের চলচ্চিত্র একটি হাতিয়ার: ডিএমপি কমিশনার

|

ভালো মানের চলচ্চিত্র মাদক, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শহিদুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় এফডিসিতে ঢাকা মহানগর পুলিশের পৃষ্ঠপোষকতায় তৈরি সিনেমা মিশন এক্সট্রিম সিনেমার প্রথম পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগের সিনেমায় পুলিশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো। ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিমের মতো সিনেমাতে পুলিশের বাস্তবচিত্র তুলে ধরা হচ্ছে, এতে পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা দুর হবে।

আগামী ইদুল ফিতরে শুভমক্তি পাবে একশন ধাচের এই সিনেমাটি।

অনুষ্ঠানে কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।))

সিনেমার পরিচালক ও অভিনেতারা বলেন, এধরণের সিমেনা তৈরি অব্যবহত থাকলে চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply