পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী

|

ইরাকের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তবে সেটি গ্রহণ করা হবে কি না তা নিয়ে আজ ভোটাভুটিতে অংশ নেবেন আইনপ্রণেতারা। মাহদি পদত্যাগের পর ইরাকে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পদত্যাগপত্র জমা দেয়ার আগে রেকর্ড করা এক ভাষণে মাহদি বলেন, তার পদত্যাগপত্র গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হবে মন্ত্রিসভা। আইন প্রণয়ন কিংবা গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকবে না সরকারের।

তীব্র গণআন্দোলনের মুখে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী। সেদিনই সরকারের প্রতি দেয়া সমর্থন প্রত্যাহার করে নতুন সরকার গঠনের আহ্বান জানান শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় গুরু।

এদিকে রাজনৈতিক সংস্কারের দাবিতে ইরাকে এখনও চলছে বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply