বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১৪ জন

|

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। রোববারের প্রার্থণা চলাকালে হয় হামলাটি।

নিরাপত্তা বাহিনীর দাবি, হানতোকরা শহরের ঐ গির্জায় চালানো হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে, আততায়ীকে এখনো আটক করা যায়নি; চলছে তল্লাশি-অভিযান।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, হামলার পরই দুর্বৃত্ত স্কুটারে করে পালিয়েছে। বন্দুকধারীর পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ।

অক্টোবর মাসেও, দেশটির একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এলোপাতাড়ি গুলি চালানো হয়। যাতে, প্রাণ হারান কমপক্ষে ১৫ মুসল্লি। দেশটিতে, ২০১৫ সাল থেকে সীমান্তবর্তী এলাকাগুলোয় সক্রিয় চরমপন্থিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply