রংপুর সিটি করপোরেশন নির্বাচন সাম্প্রতিক সময়ের সেরা স্থানীয় নির্বাচন বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি।
গত কয়েকটি নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বিএনপি প্রার্থীর এজেন্টদের ৯৫ ভাগই শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে ছিলেন। তারা কোনো বাধা পায়নি, সুনির্দিষ্ট কোনো অভিযোগও করেনি। এছাড়া কোনো ধরনের জাল ভোট দেয়ার অভিযোগও ইডব্লিউজি পায়নি বলে জানানো হয়।
সাম্প্রতিক সময়ের অন্যকোনো স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে এমনটি ঘটেনি। এ কারণে ভোট সুষ্ঠু হয়নি বলে কয়েকটি রাজনৈতিক দল যে অভিযোগ তুলেছে এমন অভিযোগ সঠিক নয় বলে মনে করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এর পরিচালক আব্দুল কাদীর জানান, মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে কোনো ধরনের অনিয়ম, সংঘর্ষ কিংবা সহিংসতা হয়নি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply