নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
কেমিস্ট্রি ল্যাবে দুর্ঘটনার কারণ ও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা প্রদানসহ ৮ দফা দাবিতে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বেলা ১১ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অনভিজ্ঞ গেস্ট টিচার দিয়ে ক্লাশ নেয়া ও ল্যাব পরিচালনা বন্ধ করাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের কথা বলেন। এছাড়া অবিলম্বে বিস্ফোরণের কারণ উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এরআগে গতকাল রোববার বিকেলে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন বিভাগের ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কম্পিউটার বিভাগের কয়েকজন শিক্ষার্থী মারাত্মক আহত হন। আহতরা নওগাঁ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a reply