ম্যানিলার দিকে ধেয়ে আসছে প্রলয়ংকারী টাইফুন ‘কামুরি’

|

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দিকে ধেয়ে আসছে প্রলয়ংকারী টাইফুন ‘কামুরি’। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় এবং পাবর্ত্য অঞ্চল থেকে সরানো হয়েছে ২ লাখ অধিবাসীকে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ রাজধানী অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। নিরাপত্তার খাতিরে ১২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর।

এছাড়া, এসএ গেমসের বেশ কয়েকটি ইভেন্ট বাতিল বা নতুনভাবে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এরইমাঝে, টাইফুনের প্রভাবে লুজন দ্বীপাঞ্চলে মধ্যরাত থেকে শুরু হয়েছে ভূমিধস। ‘ক্যাটাগরি-ফোর’ ঝড়টির তাণ্ডব থেকে প্রাণরক্ষায় দেশটির ৩৫টি প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রবল বাতাসের সাথে ভারি বৃষ্টিপাত এবং বন্যার পূর্বাভাস রয়েছে এসব অঞ্চলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply