সারাদেশেই বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজারে শীতকালীন সবজি থাকলেও সেগুলোর দামও তুলনামূলক বেশি।
সকাল থেকে উত্তরাঞ্চলের কয়েকটি পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, বরাবরের মতোই পেঁয়াজের বাজার অস্থির। নতুন পেঁয়াজ উঠেছে ঠিকই, কিন্তু দাম কমার লক্ষণ নেই। পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। নতুন জাত বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজিদরে।
এ সময় শীতকালীন সবজির দাম নাগালের মধ্যে থাকার কথা। তবে, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। খুচরা বাজারে গিয়ে যা বেড়ে যাচ্ছে আরও।
Leave a reply