সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাত, ২ দিনে নিহত শতাধিক

|

সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সাথে সংঘাতে গেলো দুই দিনে প্রাণ গেছে ৯৬ যোদ্ধা সহ শতাধিক মানুষের।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক দল। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রীত এলাকায় শনিবার থেকে শুরু হয় অভিযান। এতে সরকার বাহিনীর ৫১ জন এবং ৪৫ জন বিদ্রোহীর প্রাণ গেছে।

ইদলিবের উত্তরপূর্বাঞ্চল থেকে, বিদ্রোহীদের হঠাতে এখনও চলছে বিশেষ অভিযান। গেলো আগস্টে রুশ নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হলেও চলে অভিযান। এতে প্রাণ যায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিকের।

তথ্য বলছে, গেলো ৮ বছরে দেশটিতে সংঘাতে প্রাণ গেছে ৩ লাখ ৭০ হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply