ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন দুই সেনা কর্মকর্তা। ঘটনার সময় প্যালেসে ছিলেন না প্রেসিডেন্ট জোকো উইদোদো।
মঙ্গলবার জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট পার্কে হয় এ বিস্ফোরণ। তবে দায় স্বীকার করেনি কেউ।
এ ঘটনার সাথে সাম্প্রদায়িক দাঙ্গা চেষ্টার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে স্মোক গ্রেনেড পেয়েছে পুলিশ। এটি ইচ্ছাকৃত হামলা; নাকি পড়ে থাকা বোমা বিস্ফোরিত হয়েছে, তা জানতে চলছে তদন্ত।
প্রশ্ন উঠেছে- বোমাটি কোথা থেকে এলো। বিস্ফোরণের তিন ঘণ্টার মধ্যেই পার্ক ও সংলগ্ন এলাকা সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে পুলিশ।
Leave a reply