ঠাকুরগাঁওয়ে টিসিবির বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

|

ফাইল ফটো

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে টিসিবির বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন ভোক্তারা। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এসময় ৪৫ টাকা দরে এক কেজি পেঁয়াজ কেনার জন্য দীর্ঘ এক থেকে দেড়ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ এক কেজি পেঁয়াজের অর্ধেকই একবারেই নষ্ট এবং পচা দেয়া হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা লাইনে থাকা ক্রেতারা অভিযোগ করেন, টিসিবির বড় সাইজের এক কেজিতে ৫ থেকে ৭টি পেয়াজঁ উঠছে। সে পেয়াজের মধ্যে ৩ থেকে ৪টিই পচা দেয়া হচ্ছে। ডিলার কে এবিষয়ে জানিয়ে কোন লাভ হচ্ছে না। ডিলার উল্টো ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করছেন। বাধ্য হয়ে অনেকে ক্রয়কৃত পেয়াজ ফেরত দিচ্ছেন।

তবে ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ ডিলার। তিনি জানান, ক্রেতাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়, প্রতি বস্তায় বেশ কিছু নষ্ট পেঁয়াজ পাওয়া যাচ্ছে। যার ভাগ্যে যা পড়বে, এখানে বাছাই করে পেঁয়াজ বিক্রি করার কোন সুযোগ নেই। ৪৫ টাকা দরে এককেজি করে পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply