বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে কিউয়িদের সিরিজ জয়

|

বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের বড়ো ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২৫ রানের বড় স্কোর গড়ে ব্ল্যাক ক্যাপরা। ট্রেন্ট বোল্টের ৩৪ রানে ৭ উইকেট শিকারের দিনে ১২১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কলিন মুনরো-জর্জ ওয়ার্কার ওপেনিংয়ে গড়েন ৫০ রানের পার্টনারশিপ। ৩০ রানে তুষ্ট থেকে আউট হন মুনরো আর ওয়ার্কারের ব্যাট থেকে আসে ঠিক ৫০। মিডল অর্ডারে দারুণ ফর্মে থাকা রস টেইলর যোগ করেন ৫৭। এরপর হেনরি নিকোলাসের হার না মানা ৮৩ আর টড অ্যাসলের ৪৯’র সুবাদে ৩২৫ রানের বড়ো স্কোর গড়ে নিউজিল্যান্ড।

ট্রেন্ট বোল্টের পেইসে বড়ো রান তাড়া করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রানের মধ্যে এভিন লুইস, সাই হোপ, কাইল হোপ আর শিমরন হেটমায়ারকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। মিডল অর্ডার ছেঁটে ফেলে লকি ফার্গুসন। জেসন মোহাম্মদ, জেসন হোল্ডার আর পাওয়েলকে হতাশ করেন ফার্গুসন। সর্বোচ্চ ২৭ রান করেন অ্যাশলি নার্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply